এস এম নূর মোহাম্মদ : ইয়াবা মামলায় মিথ্যা তথ্য দিয়ে জামিন নেওয়ার অভিযোগে আইনজীবীসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ জুলাই আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আবেদনকারীদের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককেও এই আদেশের কপি প্রদান করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ১৬ জুন চট্টগ্রামের ইয়াবা মামলার আসামি নুরুল আলম ও কামাল হোসেন জামিন নেন। মামলার এজাহারে ৮ হাজার পিস ইয়াবার কথা থাকলেও জামিন আবেদনে উল্লেখ করা হয় মাত্র ৮০ পিস। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিনের কাগজপত্র যাচাই করতে গেলে বিষয়টি ধরা পড়ে।
পরে বিষয়টি প্রতিবেদন আকারে হাইকোর্টে দাখিল করা হয়। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত তাদের জামিন বাতিল করেন। একইসঙ্গে আসামিপক্ষের আইনজীবী মাহমুদুর রহমান চৌধুরী, তার ক্লার্ক এবং মামলার তদবিরকারী সালেহা বেগমকে তলব করেন আদালত। সম্পাদনা : পরাগ মাঝি