আজাদ হোসেন সুমন : ডিফিকাল্ট-ভেরিমাচ ডিফিকাল্ট। আত্মঘাতী জঙ্গিদের ঠেকানোর প্রশ্নে কথাগুলো বলছিলেন পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের অতিরিক্ত উপমহাপরিদর্শক এসএম কামাল হোসেন। গতকাল দুপুরে সিআইডি সদর দফতরে জঙ্গি প্রসঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, জঙ্গিরা বিশ্বব্যাপী মুসলমানদের বারোটা বাজিয়ে দিচ্ছে। এরা ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে। কুরআনের আয়াতের অপব্যাখ্যা করে মানব সভ্যতাকে রক্তে রঞ্জিত করছে। তিনি বলেন, অন্ধবিশ্বাসী এসব জঙ্গিরা সারা বিশ্বে হামলে পড়ছে। আত্মঘাতী এসব জঙ্গিদের ঠেকানো ডিফিকাল্ট, ভেরিমাচ ডিফিকাল্ট। দেশব্যাপী জঙ্গিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভ হলে এদের নিবৃত্ত করা সম্ভব। সম্পাদনা : পরাগ মাঝি