আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী জুন মাসের উষ্ণতার রেকর্ডে চলতি বছরের জুনই ছিল উষ্ণতম। বিজ্ঞানীদের বরাতে বিবিসি বলছে, এ নিয়ে ১৪ বছরে টানা ১৪ বারের মতো উষ্ণতার নতুন রেকর্ড সৃষ্টি হল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) ১৮৮০ সাল থেকে ১৩৭ বছর ধরে বিশ্বব্যাপী তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ করে আসছে। বিডিনিউজ
সংস্থাটি জানিয়েছে, এ বছরের জুনে বিশ্বব্যাপী সাগরের তাপমাত্রা গেল বছরের জুন থেকে কিছু বেশি ছিল, তবে স্থলের তাপমাত্রা অপরিবর্তিত আছে। এনওএএ-র মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুনে বৈশ্বিক ভূমি ও সাগরের মিলিত গড় তাপমাত্রা বিংশ শতাব্দীর গড় তাপমাত্রা ১৫ দশমিক ৫ সেলসিয়াস থেকে দশমিক ৯ সেলসিয়াস বেশি ছিল। রেকর্ডে গত বছর ছিল সবচেয়ে উষ্ণতর, ওই বছরের উষ্ণতা আগের বছর ২০১৪-কে ছড়িয়ে যায়, যা এর আগে সবচেয়ে উষ্ণতর বছরের রেকর্ড করেছিল। বছর বছর তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধির কারণ হিসেবে অধিকাংশ বিজ্ঞানী গ্রিনহাউস গ্যাসের নির্গমণকে চিহ্নিত করেছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য তারা আংশিকভাবে বিশ্বব্যাপী সংঘটিত বেশ কয়েকটি পরিবেশগত বিপর্যয়কেও দায়ী করেছেন।