ওয়ালি উল্লাহ সিরাজ
ঘরে নামাজ পড়ার চেয়ে মসজিদে নামাজ পড়ায় সাওয়াব অনেকগুণ বেশি। তাই মুসলিম পুরুষ এবং নারীর অনেকেই মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চান। কিন্তু মসজিদে নারীদের জন্য সুব্যবস্থা থাকতে হবে। নারীদের মসজিদে গমন করা অবৈধ নয়। হাদিসে নারীদের মসজিদে গমনের বিষয়ে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। হাদিসে এসেছে- হজরত ইবনে ওমার রা. থেকে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘যদি নারীরা তোমাদের নিকট মসজিদে গমনের অনুমতি চায়, তাহলে তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দাও।’ বুখারি ও মুসলিম
ইসলাম নারীদের মসজিদে যাওয়ার অনুমতি দিয়েছে কিন্তু তাদের বিভিন্ন কারণে মসজিদে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। একটি হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এর সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ সা. বলেছেন, নারীদের জন্য নির্ধারিত হুজরার নামাজ অপেক্ষা তার ঘরে নামাজ পড়া উত্তম, আর ঘরে নামাজ অপেক্ষা নিভৃত ও একান্ত কোঠায় নামাজ পড়া উত্তম। সুনানে আবু দাউদ, হাদিস নং-৫৭০
অন্য আরো একটি হাদিসে এসেছে, একদিন হজরত উম্মে হুমাইদ রা. রাসুল সা.-এর দরবারে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমি আপনার সঙ্গে নামাজ পড়তে ভালোবাসি। রাসুলুল্লাহ সা. বললেন, আমি জানি তুমি আমার সঙ্গে নামাজ পড়তে ভালোবাসো, কিন্তু তোমার ঘরে নামাজ তোমার বাইরের হুজরায় নামাজ অপেক্ষা উত্তম। আর তোমার হুজরায় নামাজ তোমার বাড়িতে নামাজ অপেক্ষা উত্তম। আর তোমার বাড়িতে নামাজ তোমার মহল্লার মসজিদে নামাজ অপেক্ষা উত্তম। আর তোমার মহল্লার মসজিদে নামাজ আমার মসজিদে নামাজ অপেক্ষা উত্তম। এরপর ওই মহিলা নিজ ঘরের অন্ধকার প্রকোষ্ঠে নামাজের স্থান নির্ধারণ করিয়ে নিলেন এবং আমরণ তাতেই নামাজ আদায় করলেন। মুসনাদে আহমাদ, সহিহ ইবনে খুযাইমা ও সহীহ ইবনে হিব্বান