আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কৌশলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটভুক্ত সদস্যদের মধ্যে সমঝোতা হয়েছে। পাশাপাশি আইএস-এর কাছ থেকে যেসব এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হবে সেগুলোতে স্থিতিশীলতা আনার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার এমন দাবি করেছেন। বিবিসি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএসবিরোধী লড়াইয়ের কৌশল নির্ধারণের জন্য ৩০টিরও বেশি দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে মিলিত হন। সে সময় আইএসবিরোধী লড়াইয়ের কৌশল নিয়ে দেশগুলোর মধ্যে সমঝোতা হয়। এ কৌশলকে অ্যাশ কার্টার আইএসকে ‘স্থায়ীভাবে পরাজিত’ করার কৌশল হিসেবে উল্লেখ করেছেন। অ্যাশ কার্টারের দাবি, তাদের নেওয়া নতুন কৌশল সিরিয়ার রাকা ও ইরাকের মসুলে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোকে কোণঠাসা করে দিতে সক্ষম হবে। আইএসবিরোধী লড়াইয়ে ইরাককে সহায়তার জন্য ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সভাপতিত্বে আলাদা করে দাতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রাণ, পুনর্গঠন ও উন্নয়নমূলক সহায়তার উদ্দেশ্যে গঠিত তহবিলের জন্য সম্মেলন থেকে ২.১ বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহ করা হয়েছে। এদিকে আইএসবিরোধী লড়াইয়ের জন্য ইরাকি ও কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মোতায়েনকৃত সেনার সংখ্যা দ্বিগুণ করছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন জানিয়েছেন, মোতায়েনকৃত সেনার সংখ্যা ৫’শতে উন্নীত করা হবে।