আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটকে দেয়া তথ্যে বলা হয়েছে, দেশটির সেনা বাহিনী দেশে-বিদেশে প্রায় ৫০টি বাণিজ্যিক সংস্থা পরিচালনা করছে। পাক সিনেটর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’এর ফারহাতুল্লাহ বাবরের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আরিফ। আইআরআইবি
পাক সেনাবাহিনীর এ সব বাণিজ্যিক সংস্থা দেশটির ফৌজি ফাউন্ডেশন, শাহিন ফাউন্ডেশন, বাহিরা ফাউন্ডেশন,আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বা এডব্লিউটি এবং ডিফেন্স হাউজিং অথরিটি বা ডিএইচএ’র আওতায় পরিচালিত হয়।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ গুরুত্বপূর্ণ নগরীগুলোতে আটটি ডিএইটএ রয়েছে। অধ্যাদেশের বলেই বেশির ভাগ ডিএইটএ গঠন করা হয়েছে। এ ছাড়া, এডব্লিউটি’র আওতায় ১৬টি বাণিজ্যিক প্রকল্প ও ইউনিট কাজ করছে। একই ভাবে ফৌজি ফাউন্ডেশনের আওতায় ১৫ এবং শাহিন ফাউন্ডেশনের আওতায় ১১টি বাণিজ্যিক প্রকল্প ও ইউনিট রয়েছে। এ ছাড়া, ফৌজি ফাউন্ডেশনের আওতায় পাকিস্তান মারক ফসফরাস এসএ নামের একটি কোম্পানি ২০০৮ সালে মরক্কোয় গঠন করা হয়েছে।
অবশ্য পাক সেনাবাহিনীর আওতাধীন এ সব বাণিজ্যিক সংস্থার মোট পুঁজি বা আর্থিক বিনিয়োগে পরিমাণ সম্পর্কে খবরে কিছু উল্লেখ করা হয় নি।