আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন সিরিয়ার বিরোধী দলগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) প্রধান আনাস আল আব্দাহ। বিডিনিউজ
মঙ্গলবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আইএস অবরুদ্ধ শহর বানবিজের উত্তরে বিমান হামলায় ৫৬ জন বেসামরিকের মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু হওয়ার খবর প্রকাশের পর তিনি এ আহ্বান জানালেন। যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রথমে ওই হামলায় ২১ জন নিহত হওয়ার কথা জানালেও পরবর্তী সময়ে অন্ততপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে। বুধবার রাতে এক বিবৃতিতে এসএনসি-র সভাপতি আব্দাহ বলেছেন, ঘটনাটি তদন্তনাধীন থাকায় বিমান হামলা বন্ধ রাখা উচিত। তিনি সতর্ক করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান অভিযানে বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনা সন্ত্রাসী সংগঠনগুলোর নতুন সদস্য সংগ্রহের হাতিয়ার হয়ে উঠতে পারে।’ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস-বিরোধী বিমান হামলায় যেসব দেশ অংশ নিচ্ছে সেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। নিহত বেসামরিক মানুষের মাঝে ১১টি শিশু রয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি। মানজিব হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার নিন্দা জানিয়ে সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার জন্য জোট বাহিনীর ফরাসি পাইলটদের দায়ী করেছে। অপরদিকে মানজিব হামলায় জোটের বিভিন্ন দেশের বিমান অংশ নেওয়ায় কোন বাহিনীর পাইলটরা ওই হামলা চালিয়েছে তা এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের একজন মুখপাত্র।