আন্তর্জাতিক ডেস্ক : ডাইনোসরের কঙ্কালআর্জেন্টিনার পাতাগোনিয়ায় আট কোটি বছর আগের এক মাংসাশী ডাইনোসরের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন গবেষকরা।
ক্যালিফোর্নিয়াভিত্তিক জার্নাল প্লস ওয়ানে প্রকাশিত কানাডা ও আর্জেন্টিনার দুজন গবেষকের গবেষণা প্রবন্ধ থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা জানিয়েছেন, আট কোটি বছর আগের এই মাংসাশী ডাইনোসরের পরিচয় জানার ফলে এই প্রাণীর বিবর্তনের ইতিহাস সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরী হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, সন্ধান পাওয়া ফসিলের প্রাণীটি আড়াই মিটার লম্বা, দুপেয়ে এবং পায়ের থাবা কাস্তে-আকৃতির।
ডাইনোসরের ওই ফসিলটি এক দশক আগে পাওয়া গেলেও, তখন এর ধরণ চিহ্নিত করা যায়নি। ম্যানিলা টাইমস
ফসিলটির ধরণ দেখে মনে হয় এটি খুবই অল্পবয়সী কোন ডাইনোসরের কঙ্কাল।