আন্তর্জাতিক ডেস্ক : ১৯৮৯ সালে সেনাশাসক জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে উৎখাত করতে যুক্তরাষ্ট্রের চালানো অভিযান নিয়ে তদন্ত শুরু করেছে পানামা সরকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই অভিযানে ঠিক কত মানুষ নিহত হয়েছিল তা নির্ধারণ এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ করবে পানামার তদন্ত কমিশন। তাছাড়া নিহতদের স্বজনরা ক্ষতিপূরণ পেয়েছিলেন কিনা সে তথ্যও সংগ্রহ করা হবে। সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালের ওই অভিযানে পানামার ৫১৪ জন সেনা সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে স্থানীয় কয়েকটি মানবাধিকার সংগঠনের দাবি অনুযায়ী নিহতের সংখ্যা ১ হাজারের কাছাকাছি। ওই অভিযানে ২৩ জন মার্কিন সেনা সদস্যও নিহত হয়েছিল। পানামার ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইসাবেল দে সেন্ট মালো বলেন, ‘পানামা তার ক্ষত সারানোর চেষ্টা করছে’। তার মতে, ‘সত্যতা জানা ছাড়া কোনও কিছুর মীমাংসা করা যায় না’। ১৯৬৬ সাল থেকে সিআইএ’র হয়ে কাজ করছিলেন নরিয়েগা। ১৯৮৩ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পানামা শাসন করেন তিনি। ৮০ এর দশকের দিকে তার স্বেচ্ছাচার এবং আপোস না করার মনোভাবে নাখোশ হয় ওয়াশিংটন।
ফলশ্রুতিতে নরিয়েগার বিদায়ঘণ্টা বেজে যায়। ক্ষমতারত অবস্থায় ভিন্নমতাবলম্বীদের গুম করার আদেশ দেওয়ার দায়ে ৮৩ বছর বয়সী নরিয়েগা বর্তমানে কারাবন্দি আছেন। এর আগে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সেও সাজাভোগ করেছেন তিনি।