আন্তর্জাতিক ডেস্ক : এক মহিলা ও তার তিন কন্যাসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল মরক্কো বংশোদ্ভূত এক ফরাসি যুবক। ছোট পোশাক পরে হোটেলের লবিতে ঘুরে বেড়ানোর কারণেই তাদের ওপর হামলা চালায় ৩৭ বছর বয়সী মহম্মদ। জেরায় জানিয়েছে সে। মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের গ্রাঁদে–কলম্বে নামে একটি বিলাসবহুল রিসর্টে খাওয়ার সময় ৪৬ বছর বয়সী এক মহিলার তিন সন্তানের ওপর হামলা চালায় মহম্মদ। তার পর হোটেলের ঘরে ঢুকে তাদের মায়ের ওপরেও চড়াও হয়। এই হামলায় আহত ৮ বছর বয়সী এক শিশুর শারীরিক অবস্থা সবচেয়ে খারাপ। বাকি আহতরাও হাসপাতালে। পুলিস অভিযুক্তকে ওই হোটেলটি থেকেই গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, গত ১৫ বছরে পুলিসের খাতায় ওই ব্যক্তির নামে আরও কয়েকটি মামলা রুজু হয়েছিল। হোটেলটিতে নিজের সন্তানসম্ভবা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছিল মহম্মদ।
এই কা-ে অবাক তার স্ত্রীও।