আমির পারভেজ : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্রীয় বিনিয়োগের অর্থ আত্মসাৎ করার অভিযোগে জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে ব্যাপক অর্থ জালিয়াতির অভিযোগ তুলেছে। আল-জাজিরা।
মালয়েশিয়ার অর্থনীতির উন্নতি সাধনে ২০০৯ সালে এই তহবিলটি গঠন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ জানান, এই তহবিলের ‘ব্যাপক মাত্রায়’ অপব্যবহার হয়েছে।
বুধবার ওই তহবিল সংক্রান্ত ১ বিলিয়নেরও বেশি অর্থমূল্যের সমান সম্পদ ক্রোক করে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
এদিকে, প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আপানদি জানিয়েছেন, এই তহবিল তছরুপ হওয়ার কোনো প্রমাণ নেই। সম্পাদনা : রাশিদ রিয়াজ