ইমরুল শাহেদ : রিপাবলিকান দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী ধনকুবের ডোনাল ট্রাম্পকে তার রানিংমেট ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্স জনগণের মানুষ হিসেবেই চিত্রিত করতে চান। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাইক পেন্স আমেরিকান কনজার্ভেটিভ ইউনিয়নে দাঁড়িয়ে ট্রাম্পকে বারবারই ‘দিস গুড ম্যান’ বলে উল্লেখ করেছেন। তিনি ট্রাম্পকে ঘিরে দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মতো সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা রাখেন ট্রাম্প। তিনি বলেন, ‘ট্রাম্পের অন্তরটা আমেরিকার সাধারণ মানুষের মতোই। তিনি আমেরিকানদের শক্তি বাড়ানোর জন্য প্রতিনিয়ত লড়ে যাবেন এবং আমেরিকার গৌরবও ফিরিয়ে আনবেন।’
তিনি বলেন, ‘আমি আজ আমার অনুসারী রক্ষণশীলদের বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। চলুন আমরা এই ভালো মানুষটিকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ হই।’
গত সোমবার মনোনয়ন জয় করে নেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প সকল বিদ্রোহ ও বিরোধিতা অতিক্রম করেছেন। ট্রাম্পবিরোধীরা তাকে থামিয়ে দিতে ব্যর্থ হয়েছেন। তবে অনেকেই প্রতিবাদ জানিয়ে অন্তরে ক্ষোভ ও দুঃখ নিয়ে কনভেনশন স্থল কুইকেন লোনস এরিনা ত্যাগ করেছেন। তাতেই মনে হচ্ছে রিপাবলিকান দলে বিভাজন সৃষ্টি হয়েছে। এজন্যই মাইক পেন্স বারবার ঐক্যের কথা বলছেন।
পেন্স বুঝাবার চেষ্টা করছেন, তিনি নেপথ্যের মানুষটির সঙ্গে মিশে দেখেছেন, নিজে খ্যাতিমান হলেও ট্রাম্প সাধারণ আমেরিকানদের সঙ্গে চলাফেরা করার চমৎকার ক্ষমতা রাখেন। ট্রাম্পের নেতৃত্বের ক্ষমতার প্রশংসাও করেন পেন্স।