• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

ইসরায়েলই মুসলিম জিহাদি তৈরি করছে : ব্রিটিশ এমপি

প্রকাশের সময় : July 23, 2016, 12:00 am

আপডেট সময় : July 22, 2016 at 10:19 pm

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ এমপি ব্যারোনেস টঙ্গবিশ্বব্যাপী ইসলামি উগ্রপন্থা ও ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের প্রধানভাবে ইসরায়েলকে দায়ী করেছেন ব্রিটিশ এমপি ব্যারোনেস টঙ্গ। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। দ্য ইন্ডিপেন্ডেন্ট
লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচিত হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস টঙ্গ বলেন, আমি মহৎ লর্ডদের বলতে চাই, যেভাবে ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা করছে তাতে একটি জঙ্গি প্রজন্ম তৈরি হচ্ছে। এটা ইসরায়েলের জন্য ভয়ংকর। জঙ্গি এ প্রজন্ম ইসরায়েল ও তার সমর্থক দেশগুলোর বিরুদ্ধে হামলাকে জায়েজ করতে এ ঘটনাকে ব্যবহার করবে। এটা ঘটতে দেওয়া যায় না। টঙ্গ আরও বলেন, যেভাবে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল আচরণ করছে তার কারণেই প্রধানত ইসলামি উগ্রপন্থা ও আইএসের জন্ম হয়েছে। এর আগে বক্তব্যে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা ইসরায়েলের সেনাবাহিনীর দিকে শিশুদের ইট-পাটকেল ছুড়ে মারার নির্দেশের বিষয়টি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ফিলিস্তিনের শিশুদের বলে দেওয়ার দরকার পড়েনা যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে, তাতে তাদের প্রতিক্রিয়া কী হবে। ফিলিস্তিনি শিশুরা তাদের চারপাশে প্রতিনিয়ত নৃশংসতা, বিভিন্ন চেক পয়েন্টের তাদের বাবা-মাকে নিগৃহীত হতে দেখে। তারা দারিদ্র্যতা ও পর্যাপ্ত খাবারের অভাবে ভুগছে। সেটেলারদের দ্বারা নিয়মিতই সহিংসতা, ক্ষেতের ফসল, ঘর ও পানির সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে। সাবেক এ হুইপ বলেন, এর সঙ্গে বসতি উচ্ছেদে মানুষ গৃহহারা হচ্ছে, স্কুল বন্ধ হচ্ছে, খেলার মাঠ ও খোলা জায়গা বন্ধ হচ্ছে। আমি এখনও গাজার কথা বলা শুরু করিনি।

এ মন্তব্যের পর দল থেকে তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত ইহুদিরা।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)