্আন্তর্জাতিক ডেস্ক : গাম্বিয়া বাল্যবিবাহ নিষিদ্ধ করে বৃহস্পতিবার আইন পাস করেছে। নতুন এ আইন যারা ভঙ্গ করবে তাদেরকে কঠিন কারাদ- ভোগ করতে হবে। এ নতুন আইনের আওতায় যে ব্যক্তি কম বয়সী কিশোরীকে বিয়ে করবে তাকে ২০ বছরের এবং তার বাবা-মাকে ২১ বছরের কারাদ- ভোগ করতে হবে। বিয়ে পড়ানো ইমামকেও কারাদ- ভোগ করতে হবে। আনাদোলু
আইনে আরো বলা হয়, ১৮ বছরের কম বয়সী কিশোরীর বিয়ের কথা জানার পর কোনো ব্যক্তি এটি রিপোর্ট করতে ব্যর্থ হলে তাকেও ১০ বছরের সাজা ভোগ করতে হতে পারে। প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ এ মাসের গোড়ার দিকে নতুন এ আইন প্রণয়নের পরিকল্পনার কথা ঘোষণা করেন। উল্লেখ্য, গাম্বিয়ার ১৮ লাখ জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশই মুসলিম। অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী মামা ফাতিমা সিনঘাতেহ বৃহস্পতিবার পার্লামেন্টে বলেন, ‘’বাল্যবিবাহের মতো ফৌজদারি অপরাধকে আমাদের সমাজে নিরুৎসাহিত করাই এ আইনের লক্ষ্য।