আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট ফেসবুকের প্রথম ড্রোন তৈরির কাজ চলছে। ব্রিটেনের সমারসেটের একটি কারখানায় ড্রোনটি তৈরি করা হচ্ছে। ফেসবুকের লক্ষ্য এই ড্রোন দিয়ে উন্নয়নশীল দেশগুলোর লাখ লাখ ব্যবহারকারীকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসবে তারা। ড্রোনটি হবে সৌরবিদ্যুত পরিচালিত এবং চালকবিহীন। দূর্গম এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দেবে ফেসবুকের এই ড্রোন।
বিবিসির খবরে বলা হয়, দু’ বছর আগে ব্রিটেনের একটি ড্রোন নির্মাণ প্রতিষ্ঠান কিনে নেয় ফেসবুক। সেখানেই তৈরি হচ্ছে এই ড্রোন। আর ড্রোন নির্মানের এই প্রকল্পের নাম রাখা হয়েছে একুইলা। এরই মধ্যে ড্রোনটির প্রথমবারের মতো আকাশে উড়িয়ে পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষামূলক উড্ডয়নে ৯০ মিনিট আকাশে ছিল ড্রোনটি। প্রকল্পের একজন প্রকৌশলী অ্যান্ডি কক্স জানিয়েছেন, তাদের লক্ষ্য ড্রোনটি আকাশে কমপক্ষে একটানা তিন মাস উড়বে ।
এবং অন্য সিগন্যালগুলোতে সমস্যা না করে ইন্টারনেট সেবা দেবে।
একারণে এখনও অনেক কাজ বাকি বলে তিনি জানান। প্রসঙ্গত, এখন পর্যন্ত সৌরবিদ্যুত চালিত ড্রোন আকাশে সর্বোচ্চ উড়েছে ২ সপ্তাহ।