আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় উপকূলের অদূরে নতুন গ্রীষ্মম-লীয় ঝড় ফ্রাঙ্ক ঘনীভূত হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থাগুলো একথা জানিয়েছে। বাসস
মায়ামি ভিত্তিক জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি)জানিয়েছে, গ্রিনিচ মান সময় ২১:০০ টায় মেক্সিকোর মাঞ্জানিলো থেকে প্রায় ২৮৫ মাইল (৪৫৫ কিলোমিটার) দক্ষিণে ঝড়টি অবস্থান করছিল। এর সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৪৫ মাইল। খবর বার্তা সংস্থা এএফপি’র। এনএইচসি আরো জানায়, ঝড়টি ঘন্টায় ১৪ মাইল বেগে উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শুক্রবার রাতে অথবা শনিবার ভোরে ঝড়টি শক্তি সঞ্চয় করে হারিকেনে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
হারিকেন কেন্দ্রটি আরো জানায়, ঝড়টি ভূমিতে আঘাত করবে না বলে ধারণা করা হচ্ছে।