আন্তর্জাতিক ডেস্ক : অন্য দেশ থেকে ব্রিটেনে আসা পুরুষদের দ্বিতীয় স্ত্রীকে ব্রিটেনে ঢুকতে দিতে চাননি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। এরজন্য নিষেধাজ্ঞা জারি করতে চেয়েছিলেন। তবে আইনি ঝামেলায় পিছিয়ে যান। ১৯৮২ থেকে ১৯৮৬ সালের সরকারি নথি প্রকাশ করেছে সে দেশের জাতীয় সংরক্ষণাগার। আজকাল
পাকিস্তান ও বাংলাদেশ থেকে মুসলিমরা একাধিক বিয়ে করে স্ত্রীদের ব্রিটেনে নিয়ে যেতেন। থ্যাচার তার রাশ টানতে চেয়েছিলেন। তাই তৎকালীন অ্যাটর্নি জেনারেল স্যর মিখাইল হেভার্সকে নিষেধাজ্ঞা জারি করতে বলেছিলেন। হেভার্স তাঁকে বলেছিলেন, ‘আইন সংশোধন করুন নয়তো হিতে বিপরীত হতে পারে।’ একই মত ছিল স্বরাষ্ট্রসচিব ডগলাস হাওয়ার্ডেরও। পরে তাঁর উপদেষ্টারাও সেই একই কথা বললে পিছিয়ে যান মার্গারেট থ্যাচার।