আন্তর্জাতিক ডেস্ক : এক সেলফি পোস্ট করে বিপাকে পড়েছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার পল রায়ান। ক্যাপিটল হিলের একঝাক ইন্টার্নদের নিয়ে সেলফি তুলেছেন রিপাবলিকান এই নেতা। কিন্তু সেই সেলফিতে ইন্টার্নদের মধ্যে কোন কৃষ্ণাঙ্গ চোখে পড়ে না। বেশিরভাগই শেতাঙ্গ। এ নিয়েই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। সিএনএন এর খবরে বলা হয়, ইন্সটাগ্রামে সেলফিটি পোস্ট করেন পল রায়ান। তাতে তিনি ক্যাপশন লেখেন, ‘আমার মনে হয়, এক সেলফিতে সবথেকে বেশি সংখ্যক ক্যাপিটল হিল ইন্টার্ন থাকার রেকর্ড করবে এটা।’ তিনি হয়তো ঠিকই বলেছেন। তবে ইন্টার্নদের সংখ্যা ছাড়াও মানুষের মনোযোগ আকর্ষণ হয়েছে অন্য একটি বিষয়ে। সেটা হলো সেলফির বেশিরভাগ ইন্টার্নই শেতাঙ্গ। ছবির নিচে আসা হাজারো মন্তব্যে অনেকেই বিষয়টি তুলে ধরেছেন। হ্যাশট্যাগ হোয়াইট ওয়াশ আর হ্যাশট্যাগ রিপাবলিকানস সো হোয়াইট ব্যবহার করে মন্তব্য করছেন অনেকে।
এক মন্তব্যে বলা হয়, এটা অত্যন্ত লজ্জাজনক। পল রায়ানকে উদ্দেশ্য করে বলা হয়, ‘নিজ দেশের জনসংখ্যার বৈচিত্র দেখুন আর তারপর ফিরে তাকান!! এই ছবিতে একজন আফ্রিকান আমেরিকানকে খুজে বের করার চেষ্টা খড়ের গাদার মধ্যে সুঁই খোজার সামিল।’ তবে সবথেকে উল্লেখযোগ্য জবাব এসেছে ডেমেক্রেটিক দলের আইনপ্রণেতা এডি বার্নিস জনসনের তরফ থেকে। তার ইন্টার্ন অড্রা জ্যাকসন তার সতীর্থ ডেমোক্রেটিক ইন্টার্নদের জড়ো করে নিজেদের একটা সেলফি প্রকাশ করেছেন। দুটো সেলফি মিলিয়ে দেখলে পার্থক্যটা সহজেই চোখে পড়ে। ডেমেক্রেট ইন্টার্নদের সেলফিতে কৃষ্ণাঙ্গ, শেতাঙ্গ উভয়ই সমানভবে স্থান পেয়েছে। বার্নিস জনসন হ্যাশট্যাগ ডাইভার্সিটি সহ এক টুইটে ওই ইন্টার্ন গ্রুপের আরেকটি পোস্ট করে লিখেছেন, ‘ডেমোক্রেটিক ইন্টার্নদের ছবি স্পিকারের সেলফির থেকে অনেক বেশি আলাদা।’