আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে যুদ্ধরত আন্তর্জাতিক জোটের জন্য একটি অস্থায়ী হাসপাতাল চালাতে কমপক্ষে ৬০ চিকিৎসাকর্মী পাঠাবে কানাডার সামরিক বাহিনী। বাসস
বৃহস্পতিবার ওয়াশিংটনের জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকের পর কানাডার প্রতিরক্ষা মন্ত্রী হারজিৎ সাজন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের চলমান অঙ্গীকার অনুযায়ী, কানাডা শিগগিরই ইরাকে ৬০ মেডিকেল স্টাফ পাঠাবে যারা দেশটির উত্তরাঞ্চলে জোটের অংশীদারদের পাশাপাশি একটি মেডিকেল স্থাপনায় নেতৃত্ব দেবেন।’
পররাষ্ট্র মন্ত্রী স্টিফান ডিয়ন বলেন, জোটের সামরিক ও বেসামরিক সব প্রচেষ্টায় অবদান রাখতে পেরে কানাডা গর্বিত। এ ধরণের সমন্বিত কৌশল এই অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য জরুরী।
কানাডার এই মেডিকেল টিম আইএসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ইরাকে ইতোমধ্যে মোতায়েন দেশটির বিশেষ বাহিনী ও প্রশিক্ষক দলের সঙ্গে যোগ দেবে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নির্বাচিত হওয়ার পর গত মার্চে আইএসের ওপর জোটের বিমান অভিযান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় কানাডা। তবে দেশটি এখনও জোটকে সিপি-১৪০ অরোরা পর্যবেক্ষণ বিমান ও সিসি-১৫০ টি পোলারিস বিমান দিয়ে সহায়তা করছে।