• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

ভারতে আইএসের নিয়োগকারী আটক

প্রকাশের সময় : July 23, 2016, 12:00 am

আপডেট সময় : July 22, 2016 at 10:23 pm

আন্তর্জাতিক ডেস্ক : আইএসের হয়ে লোক নিয়োগ দেওয়ার অভিযোগে আরশিদ কুরেশি নামের একজনকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ভারতের নাভি মুম্বাই এলাকা থেকে বুধবার তাকে আটক করা হয়। জানা গেছে আরশিদ বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন। চ্যানেলআই
কেরালায় বেশ কিছু তরুণের ব্রেনওয়াশ করে তাদের আইএসে যোগ দিতে আরশিদ প্রভাবিত করেছে বলেই সন্দেহ রয়েছে। ২০০৪ সাল থেকে আরশিদ জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে পাবলিক রিলেশন অফিসার হিসেবে কাজ করেছেন। সেখান থেকে তিনি প্রতিমাসে ৪৪,০০০ টাকা পেতেন বলেও জানিয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী ষড়যন্ত্র এবং বিভিন্ন দলের মধ্যে বিরোধী মনোভাবকে উদ্বুদ্ধ করার অভিযোগও রয়েছে। বুধবার রাতে ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং কেরালা পুলিশের পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। বিগত কিছুদিন ধরেই বক্তব্যের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদে উস্কানীর অভিযোগে বিতর্কিত রয়েছেন জাকির নায়েক। বর্তমানে আফ্রিকায় রয়েছেন জাকির নায়েক এবং বলছেন, এই বছরে আর নিজ দেশ ভারতে ফিরবেন না তিনি। গত সপ্তাহে এক স্কাইপ কনফারেন্সে জাকির নায়েক জানান, আমি পালিয়ে যাচ্ছি না। তিনি আরও জানান, এর আগেও তিনি অনেকটা সময় দেশের বাইরে কাটিয়েছেন। তবে এখনো ভারতীয় কোনো কর্মকর্তা বা এজেন্সির পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হয়নি। ১ জুলাই ঢাকার গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই জাকির নায়েকের নানান উস্কানিমূলক বক্তব্য নিয়ে সমালোচনা হয়ে আসছিলো। এই সমালোচনার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতে বন্ধ করা হয় জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)