আবু সাইদ : ২৯ আরোহী নিয়ে নিখোঁজ ভারতের বিমানবাহিনীর বিমানটি উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৪টি বিমান, ১২ যুদ্ধজাহাজ, কোস্টগার্ড জাহাজ এবং সাবমেরিনের সহায়তায় এ বিশেষ অভিযান চলছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় চেন্নাইয়ের তাম্বারাম থেকে উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এএন-৩২ বিমানটির আন্দামানের পোর্ট ব্লেয়ারে নামার কথাছিল।
নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা বলেছেন, তাদের বাহিনী পূর্ণ শক্তি নিয়ে বঙ্গোসাগরে তল্লাসি ও উদ্ধার অভিযানে নেমেছে। যদি বিমানটি দুর্ঘটনার কবলে সেখানে ভেঙে পড়ে থাকে, সেই আশঙ্কা মাথায় রেখে বঙ্গোপসাগর তোলপাড় করে খোঁজ চলছে।
রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে এএন-৩২ প্লেনটির সবশেষ অবস্থান ছিল বঙ্গোপসাগর অঞ্চল। সে অনুযায়ী অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ডি কে শর্মা। সূত্র: বিবিসি, এবিপি আনন্দ