আবু সাইদ : ২০১৪ সালের মার্চে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া কর্তৃপক্ষ।
এর আগে কুয়ালালামপুরে বৈঠক করেন মালয়েশিয়া, চীন এবং অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট মন্ত্রীরা। এ সময় উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।
এক বিবৃতিতে জানানো হয়, যদি চলমান উদ্ধার এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া না যায় অথবা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া না যায় তাহলে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হবে। তবে অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটটি।
সূত্র: বিবিসি, এবিসি অনলাইন, সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম