আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখে শপিং মলে হামলাকারী ছিল কালো পোশাক পরা। তার পিঠে ছিল একটি ব্যাগ ঝোলানো। মাথায় ছিল কালো ক্যাপ পরা। পায়ে বুট জুতো। অকস্মাত সে অলিম্পিয়া আইনকাউফসজেনট্রাম মলের বাইরে ও পাশেই ম্যাকডোনাল্ডের একটি রেস্তোরাঁয় গুলি করা শুরু করে। এ সময় ওই রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিল যারা তার মধ্যে বেশির ভাগই ছিল শিশু, কিশোর। ফলে হতাহতদের মধ্যে এসব শিশু, কিশোরই বেশি বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। অন্য বিভিন্ন মিডিয়া বলছে নিহতের সংখ্যা ৯। ওদিকে অনলাইন স্কাই নিউজ ঘাতকের একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, কালো পোশাক পরিহিত ওই ঘাতক শপিংমল বা রেস্তোরাঁর বাইরে থেকে দু’হাতে অস্ত্র তাক করে গুলি ছুড়ছে। এরপরই যে যেদিকে পারে দৌড়ে পালাতে থাকে।
লুয়ান জেকুইরি নামে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি ম্যাকডোনাল্ডের কাছেই ছিলেন। হামলাকারী বিদেশীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করতে থাকে। একই সঙ্গে গুলি ছোড়ে। ভিতর থেকে তীব্র আর্তনাদের শব্দ ভেসে আসে। তিনি বলেন, আমি সিঁড়ির ওপর দু’জনকে গুলি করে হত্যা করতে দেখেছি। এরপরই একটি দোকানে আত্মগোপন করি। পরে দৌড়ে বেরিয়ে আসি। হত্যাযজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর সেখানে গিয়ে দেখা যায়, রক্তের মাঝে পড়ে আছে লাশ। আহতরা মেঝেতে পড়ে আর্ত চিৎকার করছেন। পুলিশ একে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে।