আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ব্যক্তিগত শখের বস্তু দামী সুইস হাতঘড়ি হারাতে বসেছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। সুইস সরকার সেদেশে বিলাসী ঘড়ি রফতানি বন্ধ করে দিয়েছে। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে এ ধরনের কোনো বিলাসী ঘড়ি রফতানি হয়নি উত্তর কোরিয়ায়। খবর বিবিসির।
উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং ইনকে প্রায়ই দামী বিলাসী সুইস ঘড়ি পরিধানরত অবস্থায় দেখা যেত। তার স্ত্রী রি সোল জু এর হাতেও শোভা পেত সুইস হাতঘড়ি। কিন্তু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে দেশটিতে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে জাতিসংঘ।
এ নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ায় বিলাসবহুল পণ্যের রফতানিও বন্ধ রয়েছে।
কিম ও তার বোন কিম ইউ জং দুজনেই সুইজারল্যান্ড থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। দেশটির জংএং পত্রিকা ফেডারেশন অফ দ্যা সুইস ওয়াচ ইন্ডাস্ট্রির বরাত দিয়ে রফতানি বন্ধের তথ্য নিশ্চিত করেছে। কেবল মাত্র ২০১২ সালেই কিম নিজের এবং দলের জ্যেষ্ঠ নেতাদের উপহারের জন্য ২ লাখ ২০ হাজার ডলার ব্যয় করেছিলেন সুইস ঘড়ির পেছনে।