আন্তর্জাতিক ডেস্ক : অভ্যুত্থানচেষ্টার পর আটক ১২ শ’ সৈন্যকে মুক্তি দিয়েছে তুর্কি সরকার। শনিবার সকালে তাদের মুক্তি দেয়া হয়। আটক সৈন্যদের মুক্তি দেয়ার ঘটনা এটাই প্রথম। আঙ্কারায় তুরস্কের প্রধান প্রসিকিউটর হারুন কোদাল্যাক বলেন, অভ্যুত্থানচেষ্টার সাথে জড়িত নয়, এমন লোকদের দ্রুত মুক্তি দেয়ার চেষ্টায় সরকার তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডেইলি সাবাহ
তুরস্কের সরকার জানিয়েছে, অভ্যুত্থানচেষ্টায় জড়িত ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকেরা। তারা তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সামরিক বাহিনী, পুলিশ, বিচার বিভাগে অনুপ্রবেশের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাতের চেষ্টা চালায়। গত ১৫ জুলাই অভ্যুত্থানচেষ্টা হয়। সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্য এই প্রয়াসের সাথে জড়িত ছিল। তবে জনগণের দৃঢ়ভাবে রাস্তায় নেমে আসা এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল সামরিক বাহিনীর সদস্যরা অন্যদের সাথে মিলে অভ্যুত্থানচেষ্টা ভণ্ডুল করে দেয়।
অভ্যুত্থানচেষ্টায় মোট ২৬৪ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয় ১৫ শত। সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোও ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থানচেষ্টার তীব্র নিন্দা করে। তারা গণতন্ত্র সুরক্ষিত করা এবং আইনের শাসন অব্যাহত রাখার পক্ষে দৃঢ় অভিমত প্রকাশ করে।