আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মিউনিখে একটি শপিং মলে বন্দুকধারীর হামলা এবং পরে আরও কয়েকটি স্থানে গুলিবর্ষণের ঘটনায় দেশটিতে থাকা নাগরিকদের জন্য জরুরি বার্তা পাঠিয়েছে মার্কিন দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চিয়তার কারণে ইউএস দূতাবাসে না এসে নিজ নিজ অবস্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে। চ্যানেলআই
বার্তায় বলা হয়, ‘পরিবারের সদস্যদের জানান আপনি নিরাপদে আছেন। পুলিশ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলারত ব্যক্তিদের নির্দেশনা মেনে চলুন। নতুন তথ্য পেতে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতি খেয়াল রাখুন। সর্বোচ্চ নজরদারী রাখুন এবং ব্যক্তিগত নিরাপত্তা বাড়াতে যথাযথ পদক্ষেপ নেন।’
ওই হামলার পর শহরটিতে পুলিশ অভিযান চলছে উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা না দেওয়া পর্যন্ত বের না হওয়ার পরামর্শ দেওয়া হয় প্রবাসী মার্কিন নাগরিকদের।
বার্তাটির সাথে সর্বসাম্প্রতিক তথ্য দেয়া হয়েছে যে মিউনিখ শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অধিবাসীদের নিরাপত্তার স্বার্থে বাসা থেকে বের না হতে সতর্ক করা হয়েছে। অপরাধীরা পলায়নরত অবস্থায় রয়েছে জানিয়ে হালনাগাদ তথ্য পেতে রেডিও-টিভি চালু রাখতে বলা হয়েছে। জার্মানির তৃতীয় বৃহত্তম শহর মিউনিখের অলিম্পিয়া শপিং মলে বন্দুকধারীদের হামলায় শেষ খবর পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে।
হামলাকারীদের খোঁজে মিউনিখ জুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের ধারণা, হামলার পর আত্মহত্যা করেছে হামলাকারী। এছাড়াও পরবর্তীতে মিউনিখের অন্যান্য কয়েকটি স্থানেও গুলিবর্ষণের খবর পাওয়া যায় বলে মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়।