আন্তর্জাতিক ডেস্ক : টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি চীনে। মৃতের সংখ্যা ১১২, নিখোঁজ প্রায় ১০০। ঘরছাড়া প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরের হেবেই ও মধ্যে চীনের হেনান প্রদেশ। হেবেই–তে নিহতের সংখ্যা ৩৬, নিখোঁজ ৭৭। ধসের জেরে ভেঙে পড়েছে প্রায় ৫০,০০০ বাড়িঘর। ঘরছাড়া প্রায় ৮০,০০০ মানুষ। একই পরিস্থিতি হেনানে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছে ১৫ জনের। প্রায় ১৮,০০০ বাড়িঘর ভেঙে পড়েছে। ঘরছাড়া প্রায় ৭০,০০০। নষ্ট হয়েছে প্রায় ১৫ লক্ষ হেক্টর জমির ফসল। প্রতিবছর এই সময় চীনে ভারি বৃষ্টি হলেও, এবছর মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে। এর জন্য স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি আবহাওয়া সম্পর্কে আগেভাগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। আজকাল