আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার ‘রানিংমেট’ বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে। চ্যানেলআই
এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ২০০৮ সালে হওয়া বারাক ওবামার রানিংমেটদের চূড়ান্ত তালিকায় ছিলেন টিম কেইন। ভার্জিনিয়ার সিনেটর হওয়ার আগে তিনি ভার্জিনিয়ার গভর্নর ছিলেন।
টিম কেইনকে বাছাই করতে গিয়ে অনেক বামপন্থী প্রার্থীকে পাশ কাটিয়ে এসেছেন হিলারি। ৫৮ বছর বয়সী ভার্জিনিয়ার এই সিনেটর গর্ভপাত বন্ধের পক্ষে এবং মুক্তবাণিজ্যকে সমর্থন করেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার রাজ্য ভার্জিনিয়া বেশ গুরুত্ব বহন করছে বলে জানায় সংবাদমাধ্যম।
বহু প্রতিভার অধিকারী কেইন স্পষ্টভাবে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে। সুতরাং, হিলারি নির্বাচনী প্রচারণায় হিসপানিক আমেরিকানদের আকর্ষণ করতে কেইন বড় ভূমিকা রাখবেন। সেই সঙ্গে কেইন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। তাকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাছাই করা হিলারির জন্য একটি ‘নিরাপদ’ পছন্দ। কেইনকে বাছাই করার পূর্বে ম্যাসাচুসেটস রাজ্যের সিনেটর এলিজাবেথ ওরেন এবং নিউজার্সির আফ্রো-আমেরিকান সিনেটর কোরি বুকারের সাক্ষাৎকার নিয়েছিলেন হিলারি। সম্পাদনা : ইমরুল শাহেদ