মাহাবুবুর রহমান ও মুজিবুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে ট্রলারডুবিতে ১২ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত এবং নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক। এ ব্যাপারে বেলাবো থানার এসআই সোহরাব ১২ জনের লাশ পাওয়ার সত্যতা সাংবাদিকদের জানান।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। শুরুতে প্রশাসনের তদারকিতে স্থানীয়রাই উদ্ধার তৎপরতায় অংশ নিলেও বিকাল ৪টার দিকে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তারা হলেনÑ বেলাবো উপজেলার দেওয়ানের চরের মালদার নেসা (৮০), ইয়াসিন মিয়া (৬), বারৈচা গ্রামের জেরিন বেগম (৭), মার্জিয়া বেগম (৩), মালা খাতুন (৭০), রাকিব মিয়া (১৩), সম্রাট (৪), সুমাইয়া (৩) এবং ফুলেছা বেগম (৬০)।
জেলা প্রশাসক বলেন, যাত্রীবোঝাই করে ওই ট্রলারটি মাজারে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে এটি ডুবে যায়। এছাড়াও তিনি জানান, মরদেহগুলো বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। মৃতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা ও ২০ কেজি চাল দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, নৌকায় থাকা যাত্রী মো. আব্দুস সাত্তার জানান, প্রতিবছরের মতো বেলাবো ও রায়পুরা এলাকার ৬/৭ গ্রামের প্রায় ৫ শতাধিক লোককে নিয়ে নৌকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের গণিশাহ মাজারের উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নেয়। গতকাল শনিবার সকালে রায়পুরা উপজেলার সীমাধীন আড়িয়াল খাঁ নদীর জঙ্গিশিবপুর বাজার ঘাটে সব লোকজন একত্রিত হয়। সকালে দুটি নৌকার একটিতে পুরুষ এবং অন্যটিতে উঠে শিশু ও মহিলা। পুরুষের নৌকাটি ছাড়ার পর মহিলা ও শিশুদের নৌকা ছাড়ার এক মিনিটের মধ্যে ঘাটেই নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা মহিলা ও শিশুদের আর্তচিৎকারে বাজারের লোকজন এসে নৌকার ভিতর থেকে নিহত ও আহতদের উদ্ধার করে আনেন।
নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুল হক খন্দকার, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার ও তদন্ত মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ঘটনাস্থলের পাশের বেলাবো-মনোহরদী আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এর আগেও ট্রলারডুবিতে বেলাবো এলাকার বেশ কয়েকজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানান। সম্পাদনা : প্রিয়াংকা