মাসুদ আলম (ঢাকা) ও রফিকুল ইসলাম (গাইবান্ধা) : কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় জড়িত তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলামের (২২) ‘আশ্রয়দাতা’ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। গতকাল শনিবার ভোরে পৌর শহরের পান্থপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার হোসেন গোবিন্দগঞ্জের খলসী ইবতেদায়ি মাদরাসার সহকারী শিক্ষক।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. নাঈমুল হাছান জানান, তরিকুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহসংলগ্ন সবুজবাগ এলাকায় জঙ্গি হামলা, গোবিন্দগঞ্জের ব্যবসায়ী অরুণ দত্ত হত্যা, জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ হত্যা ও পঞ্চগড়ের মন্দিরের পুরোহিত হত্যায় অংশ নেয়। শোলাকিয়া ঈদগাহসংলগ্ন সবুজবাগ এলাকায় হামলার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, শফিউল ইসলাম পুলিশের কাছে চার হত্যার তথ্য জানায়। শফিউল ইসলাম গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থপাড়ার মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে (চার মাস) ভাড়া থাকেন। এ সময় শফিউল চার হত্যার কিলিং মিশনে অংশ নেয়। এ ছাড়া ওই বাড়িতেই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো। শফিকুলের তথ্যের ভিত্তিতেই আশ্রয়দাতা হিসেবে আনোয়ারকে আটক করে র্যাব-১৩-্এর একটি দল। শফিউলকে গাইবান্ধায় এনে মাদরাসা শিক্ষক আনোয়ার হোসেনের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জিজ্ঞাসাবাদের ফলে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণসহ তাদের অবস্থান সম্পর্কে ব্যাপক তথ্য উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি। আনোয়ার হোসেনকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, আনোয়ার হোসেনকে থানাহাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।