এস এম নূর মোহাম্মদ : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কোনো আইএস নেই, যা আছে তা জামায়াতের প্রেতাত্মা। গতকাল শনিবার বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনজীবী সহকারীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, যারা ৭১ সালে চেয়েছিল বাংলাদেশ না হোক, যারা ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা শেখ হাসিনাকে বারবার হত্যা করতে চেয়েছে তারাই আইএস আছে বলে এসব নৃশংস হত্যাকা- চালাচ্ছে। বাংলাদেশে আইএস নেই, যা আছে তা জামায়াতের প্রেতাত্মা। মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ পর্যায়ে। তারা চায় আমরা যাতে এ বিচার শেষ করতে না পারি।
জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেতিনি বলেন, আপনারা যদি এই জঙ্গিদের বেইল পিটিশন মুভ (জামিনের আবেদনের পক্ষে মামলা পরিচালনা) করতে আপনাদের আইনজীবীদের বাধা দেন, তাহলে তারা (আইনজীবীরা) কিন্তু কিছুতেই করতে পারবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কোনো আইনজীবীর ওকালতনামা জমা দেবেন না, যদি ওই আইনজীবী জঙ্গিদের পক্ষে যান।
মন্ত্রী বলেন, যে যে স্থানে আছেন সেখান থেকেই এসব তৎপরতা প্রতিহত করতে হবে। ১৬ কোটি মানুষের মধ্যে এক থেকে দেড়শ মানুষ এরকম। আমরা এদের প্রতিহত করবো। এদেশের ৯৯ শতাংশ মানুষ আমাদের সঙ্গে আছে। ১ শতাংশ নাও থাকতে পারে। ঐক্যের বিষয়ে তিনি বলেন, একটাই শর্ত। যারা জঙ্গিদের সাথে আছে তারা ঐক্যের মধ্যে নেই। আর যারা জঙ্গিদের সাথে নেই তারা এক্যে আছে। এটাই ঐক্যের কথা। আইনজীবী সহকারীদের জন্য আগামী সেপ্টেম্বরে আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ধর্মান্ধদের দ্বারা অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত হচ্ছে। বিচার না করার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে এসেছি। একাত্তরের ঘাতকদের বিচার হচ্ছে। ৭৫-এর খুনিদের রায় কার্যকর হয়েছে। হাইকোর্টে কয়েকদিন আগে (২১ জুলাই) যুগান্তকারী রায় হয়েছে। এর আগে নি¤œ আদালতে প্রভাবিত হয়ে ওই রায় (তারেক রহমানের) হয়েছিল। এটা হাইকোর্টে এসে শুদ্ধ হয়েছে।
তিনি বলেন, মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠকের পরই জঙ্গি হামলা বেড়ে গেছে। আজকে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা একসঙ্গে মিলে কাজ করছে। ৭১-এর মতো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, শ ম রেজাউল করিম, জেড আই খান পান্না ও অল ইন্ডিযা ল’ ক্লার্কস ফেডারেশনের কার্যকরী সভাপতি অশোক কুমার ম-ল প্রমুখ । সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম