মমিনুল ইসলাম : এক বছর ধরে হামলার পরিকল্পনা করেছিল জার্মানির মিউনিখ হামলাকারী তরুণ ডেভিড সনবলি। তবে এর আগে তার পরিচয় মুসলমান ও নাম আলী বলা হলেও এখন সে খিস্টান বলে জানা গেছে। রোববার জার্মান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শুক্রবার মিউনিখ শহরের একটি শপিংমলে ৯ জনকে গুলি করে হত্যা করে সনবলি। বিবিসি
১৮ বছর বয়সী এ তরুণের কাছে গ্লক পিস্তল ও তিন শতাধিক বুলেট পাওয়া গেছে। হামলার পর আত্মহত্যা করে সে।
বেভারিয়ান স্টেট ক্রাইম অফিস জানিয়েছে, হামলার জন্য ইন্টারনেট থেকে ওই অবৈধ পিস্তলটি কিনেছিল সে।
রাজ্য রাজধানীতে ভুক্তভোগীদের স্মরণে প্রার্থনা অব্যাহত রয়েছে। নিহত নয়জনের মধ্যে টিনেইজার ছিল সাত জন। এ ঘটনায় আহত হয় ৩৫ জন।
ক্রাইম অফিস এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, হামলায় ভুক্তভোগীদের মূলত টার্গেট করা হয়নি। তারা বন্দুকধারীর সহপাঠীও ছিল না।
পুলিশ জানিয়েছে, সনবলি গত বছর উইননেন্দিনে শহরে সফর করেছিল। এখানে ২০০৯ সালে এক কিশোর বন্দুকধারী ১৫ সহপাঠীকে হত্যা করে। সেই ঘটনাস্থলের ছবিও তার কাছে ছিল। সম্প্রতি তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। সম্পাদনা : রাশিদ রিয়াজ