মমিনুল ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পিলেট বন্দুক ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। রোববার দুইদিনের সফরে কাশ্মীর অবস্থানকালে তিনি এ অনুরোধ জানান।এনডিটিভি
চলতি মাসের শুরুতে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয় কাশ্মীরের জনপ্রিয় নেতা বুরহান ওয়ানি (২২)। এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে ব্যাপক সহিংসতা। টানা সহিংসতায় নিহত হয় ৪৭ জন। আহত হয় প্রায় তিন হাজার।
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য আহত হয়েছে উল্লেখ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে পাথর না ছোড়ার জন্য প্রতিবাদকারীদের অনুরোধ জানান রাজনাথ। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে প্রতিবাদকারীদের মোকাবিলায় যতটা সংযত থাকা যায় তার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের জন্য সবকিছু করা হচ্ছে বলেও জানান তিনি।
কাশ্মীরে উত্তেজিত বিপুলসংখ্যক জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পিলেটের ন্যায় বন্দুক ব্যবহার করে ভারতীয় বাহিনী। এতে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। বিরোধী দল থেকে এর কঠোর সমালোচনা করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানকার বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন। আমরা কাশ্মীরের সঙ্গে প্রয়োজনভিত্তিক সম্পর্ক চাই না। আমরা আবেগ থেকেই সম্পর্ক করতে চাই। সম্পাদনা : রাশিদ রিয়াজ