• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

ফ্রান্সে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩, দায় স্বীকার আইএসের

প্রকাশের সময় : July 27, 2016, 1:40 am

আপডেট সময় : July 27, 2016 at 1:40 am

isis-(2)আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের উত্তরাঞ্চলের রিউনের কাছাকাছি একটি গির্জায় অস্ত্রের মুখে জিম্মি ব্যক্তিদের ৮৪ বছর বয়স্ক যাজক জ্যাকস হামেলকে ছুরি চালিয়ে হত্যা করে বন্দুকধারীরা। পরে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। হামলার দায় স্বীকার করেছে আইএস।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জার ভেতর ৬ থেকে ৮ জন মানুষ জিম্মি থাকতে পারেন। এদের মধ্যে একজন পাদ্রী এবং তার দুই বোনও রয়েছেন। এদিকে, জিম্মি করার পরপরই পুলিশ ও ইমার্জেন্সি ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। এরপরই স্থানীয়দের দূরে সরিয়ে দেওয়ার পাশাপাশি পুরো এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ। পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেইন্ট এতিয়েন্নে দু রোভরেই গির্জা থেকে চার বা ছয় জনকে জিম্মি হিসেবে অপহরণ করা হয়েছে। গির্জার পাদ্রী, দুই নারী এবং গির্জায় যাওয়া আসা করে এমন ব্যক্তিদের জিম্মি হিসেবে অপহরণ করা হয়েছে। তবে বিবিসির অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের বার্তা সংস্থা আমাক এ হামলার দায় স্বীকার করে বলা হয়, আইএসের দুই সেনা এ হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদও বলেছেন, হামলাকারীরা নিজেদের আইএস সদস্য দাবি করেছে। সম্পাদনা : ইমরুল শাহেদ

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)