দীপক চৌধুরী : সন্ত্রাস মোকাবিলায় জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূল থেকে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে কোথায়, কারা সন্ত্রাস করছে, তাদের খুঁজে বের করতে হবে। তাদের গ্রেফতার করতে হবে, আইনিব্যবস্থা নিতে হবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেন সঠিক শিক্ষা পায়, সে জন্য শিক্ষক, অভিভাবকদের সহায়তা করা দরকার। মনে রাখতে হবে সন্ত্রাস মোকাবিলায় জেলা প্রশাসকদের বিরাট দায়িত্ব রয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সন্ত্রাসের বিরুদ্ধে একটা অবস্থা তৈরি করতে হবে। সর্বোচ্চ মেধা, শ্রম ও ঐক্য নিয়ে এ সন্ত্রাসকে রুখতে হবে।
উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। সে জন্য আমাদের স্ব স্ব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। জেলা প্রশাসক হিসেবে সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুদায়িত্ব পালন করেন আপনারা।