
আনিসুর রহমান তপন : জঙ্গি বা সন্ত্রাসীদের হত্যার টার্গেট হতে পারেন, পুলিশের কাছ থেকে প্রায় প্রতিদিনই এমন বার্তা পেলেও তাতে পরোয়া করেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসব হুমকিতে তিনি ভীত নন। তিনি শঙ্কিত দেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে ও দেশের মানুষ নিয়ে। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)-র আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়িচালকদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, প্রায় প্রতিদিনই ডিএমপি কমিশনার আমাকে ম্যাসেজ দিচ্ছেন। জানাচ্ছেন, আপনি টার্গেট হতে পারেন, কিলিংয়ের শিকার হতে পারেন। কিন্তু আমি তাতে ভীত নই। আমি চিন্তিত বাংলাদেশের কি হবে?
রাজনীতিতে কোনো প্রতিযোগী বা প্রতিদন্দ্বী নেইÑ এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিম-লীর এ সদস্য বলেন, এ দেশে রাজনীতিতে যেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই, তেমনি গাড়ি চালাতেও যোগ্যতার প্রয়োজন পড়ে না। এ দেশে যোগ্যতা নেই বলে গাড়িচালকরা যেমন বেপরোয়া, রাজনীতিতেও একই অবস্থা।
সেতুমন্ত্রী বলেন, ফোর লেন, এইট লেন, ফ্লাইওভার, মেট্রোরেল, সেতু নির্মাণ করা কোনো চ্যালেঞ্জ নয়, আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সড়কে অনেক কাজ হলেও যানজট কমেনি। তিনি বলেন, রাজধানীতে ৫০ হাজার রিকশার অনুমোদন রয়েছে, অথচ চলে লাখো রিকশা। বৈধর চেয়ে একশ ভাগ বেশি অটোরিকশা রাজধানীতে চলাচল করে। চার লেন রাস্তা নির্মাণের আগেই অর্ধেক দখল হয়ে যায়। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন দেশে পাঠ্যপুস্তকে রাস্তায় চলাচলের নিয়ম থাকলেও আমাদের দেশে এ বিষয়টি বইতে নেই। সম্পাদনা : পরাগ মাঝি