উম্মে মাবরুহা
হজরত আয়েশা রা. থেকে বর্ণিত আছে, একবার নবি সা. তার কাছে গেলেন। তখন এক নারী তার কাছে (বসে) ছিলো। তিনি বললেনÑ এ কে?
আয়েশা রা. বললেনÑ অমুক মহিলা, যে প্রচুর নামাজ পড়ে। তিনি বললেনÑ থামো, তোমরা সাধ্যমতো আমল করো। আল্লাহর কসম, আল্লাহ ক্লান্ত হন না, যতক্ষণ তোমরা ক্লান্ত হয়ে না পড়ো।
সেই আমল রাসুলের কাছে সবচে’ প্রিয় ছিলো, যা আমলকারী লাগাতার করে থাকে। সহিহ বুখারি, হাদিস ৪৩
‘আল্লাহ ক্লান্ত হন না’ এ কথার অর্থ হলো, তিনি সওয়াব দিতে ক্লান্ত হন না। অর্থাৎ তিনি তোমাদের সওয়াব ও তোমাদের আমলের প্রতিদান দেওয়া বন্ধ করেন না এবং তোমাদের সাথে ক্লান্তের মতো আচরণ করেন না; যে পর্যন্ত না তোমরা নিজেরাই ক্লান্ত হয়ে আমল ত্যাগ করো। সুতরাং উচিত হলো, সেই আমল গ্রহণ করা, যা মানুষ একটানা করে যেতে সক্ষম। যাতে তার সওয়াব ও তার অনুগ্রহ আমাদের জন্য নিরবচ্ছিন্ন থাকে।