• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

ইসলামি চিন্তা

আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা

প্রকাশের সময় : July 29, 2016, 12:00 am

আপডেট সময় : July 28, 2016 at 10:08 pm

আবু সাঈদ জোবায়ের

সময়ের বিবর্তনে অনেক কিছুই বদলেছে। আধুনিক যুগের বিরাট আয়োজনের বিয়ে শাদীর ধরনও বদলেছে। শহুরে জীবনে কোর্ট ম্যারেজ সহ নানা ধরনের স্বল্পপরিসর বিয়ের প্রবণতা হু হু করে বাড়ছে। শুধু বর কনের পছন্দের অনেক বিয়েতে সাক্ষীও থাকছে না। সে ক্ষেত্রে অনেকে বলেন, আল্লাহ কে সাক্ষী রেখে বিয়ে করেছি। প্রশ্ন হল আল্লাহ কে এভাবে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?
ইসলাম বলছে সাক্ষী ছাড়া এভাবে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে না।
হযরত ইবনু আব্বাস রা. হতে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,তারা হল ব্যভিচারিনী, যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয়। তিরমিযী, হাদীস নং, ১১০৩।
তাই কোন সাক্ষী ছাড়া এভাবে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে সংঘটিত হবে না। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য অন্তত দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে তাদেরকে শুনিয়ে ইজাব কবুল হওয়া আবশ্যক। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।
-ইলাউস সুনান ১১/১৭; জামে তিরমিযী ১/২১০; ফাতহুল কাদীর ৩/১১০; আলবাহরুর রায়েক ৩/৮৭; আদ্দুররুল মুখতার ৩/২১

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)