মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম : পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রামের বিআরটিসির অফিস পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় দায়িত্বে অবহেলার কারণে দুই কর্মকর্তাকে বদলি ও নির্দিষ্ট সময়ের বাস মেরামতের কাজ শেষ না করায় একজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক বদলি কর্মকর্তারা হলেন, বিআরটিএর পরিদর্শক মো. মঈন উদ্দিন ও সহকারী রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম। অন্যদিকে কারণ দর্শানোর নোটিস পাওয়া কর্মকর্তা হলেন, বিআরটিসির ডিপো ম্যানেজার মো. আজহার। পূর্বের কর্মসূচি ছাড়াই বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রাম অফিস পরিদর্শন করেন মন্ত্রী।
জানা গেছে, মন্ত্রীর পরিদর্শনের সময় পুরো বিআরটিএ অফিসে কর্মরত কর্মকর্তাদর মধ্যে আতংক দেখা দেয়। মন্ত্রী কর্মস্থলে থাকা সময় কারা উপস্থিত ছিল, কারা কী কারণে অনুপস্থিত রয়েছে তার খোঁজ-খবর নেন। পরে বিআরটিসি ডিপো পরিদর্শনে যান তিনি। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই রকম ঝটিকা পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সম্পাদনা : প্রিয়াংকা