এস এম নূর মোহাম্মদ : রাজধানীতে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু সাব্বির ও সানজিদার মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২০ লাখ টাকা ক্ষতি পূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ম্যানহোল ও স্যুয়ারেজ লাইনের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটির মেয়র, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চে আগামী রোববার এই আবেদনের শুনানি হতে পারে বলে জানান আইনজীবী একলাছ উদ্দিন। প্রসঙ্গত, গত ১৩ জুলাই রাজধানীর মহাখালীর পয়:নিষ্কাশন (স্যুয়ারেজ) লাইনে পড়ে মারা যায় সানজিদা (৬)। আর ২২ জুলাই একইভাবে কমার্স কলেজের পাশে মারা যায় সাব্বির (৪)। সম্পাদনা : পরাগ মাঝি