লিহান লিমা: পোল্যান্ডের হোলি সাইট পরিদর্শনের সময় টিভি দর্শক ও লাখ লাখ মানুষের সামনে হোঁচট খেয়ে পড়ে গেলেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৭৯) । উত্তর চেজটোকাওয়ার জাসনা গোরা মঠে সারা বিশ্ব থেকে আসা তীর্থযাত্রীদের সাথে দেখা করতে গিয়েছিলেন পোপ। এই সময় বেদীর কাছাকাছি যেতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন তিনি। এই সময় অনুষ্ঠানের প্রধান গাইডো ম্যারিনি তাকে উঠিয়ে দেন। তবে অনুষ্ঠান ভালভাবেই শেষ হয়েছে। তিনি অক্ষত ছিলেন। ডেইলি মেইল
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস নিতম্বব্যথায় ভুগছেন। এর কারণেই মাঝে মাঝে পায়ে ব্যথা হয় তার। সম্পাদনা : রাশিদ রিয়াজ