মামুন খান : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহসানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন জামিন নাকচ করে দেন। গিয়াস উদ্দিনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী আরফান উদ্দিন।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে তথ্য যাচাই-বাছাই না করার অভিযোগে গত ১৬ জুলাই তাকে আটক করে পুলিশ। পরদিন ১৭ জুলাই তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।