মো. ইমরান হোসেন ও এস এম জিরু, নড়াইল : নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাতের খাবার খেয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২০ ছাত্র অসুস্থ হয়েছেন। গুরুতর অবস্থায় ১২ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা এবং পটলের দুই প্রকার তরকারি দিয়ে ৩০ জন ছাত্র এবং কয়েকজন শিক্ষক মিলে একসঙ্গে রাতের খাবার খাই। খাবার খাওয়া কিছু সময় পরে ছাত্ররা বমি করা শুরু করে। অসুস্থ ছাত্রদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সবাইকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে এক ছাত্রকে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। বাকি দুজন যশোর নেওয়ার সময় পথিমধ্যে মারা যান।
মৃত ছাত্ররা হলো: নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ছেলে এমামুল হক (১৫), ভদ্রবিলা-পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মিয়ার ছেলে মো. আলিফ (৮) এবং শুভারঘোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।
নড়াইল সদর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সঞ্জিত বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি, সেগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ ছাত্রদের উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। সম্পাদনা : প্রিয়াংকা