• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

তাজ মঞ্জিলের মালিকের ছেলেসহ ৪ জন রিমান্ডে

প্রকাশের সময় : July 29, 2016, 1:14 am

আপডেট সময় : July 29, 2016 at 1:14 am

মামুন খান : রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিং’ এর বাড়ির মালিকের ছেলে মাজহারুল ইসলামসহ চার জনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন রিমান্ডের এই আদেশ দেন ।
রিমান্ডকৃতরা হলেন, বাড়ির মালিকের ছেলে মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন এবং জাকির হোসেন।
মিরপুর মডেল থানার এসআই বজলার রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড আবেদন করেন ।
উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ ওই বাড়িতে গত ২৬ জুলাই ভোররাতে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। এরপর ওই বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীনকে আটক করে পুলিশ। বুধবার তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে তথ্য যাচাই-বাছাই না করার অভিযোগে তাকে রিমান্ডে নেয় পুলিশ। মমতাজের স্বামীর নাম আতাহার উদ্দিন আহমেদ। তিনি প্রবাসী।
এর আগে গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের বাড়ির মালিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহসানসহ ৪ জন আটক হন। বর্তমানে তারা ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)