ফারহান ফারুক: সরকারি পৃষ্ঠ পোষকতায় লিভার বিশেষজ্ঞ ও সুশীল সমাজের সঠিক উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে হেপাটাইটিস বি ও সি নির্মূল করা সম্ভব বলে জানিয়েছন অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা জানান।
বক্তারা বলেন, এদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাস ভয়াবহ চিত্র ধারণ করেছে। দেশে ৫ দশমিক ৪ শতাংশ লোক হেপাটাইটিস বি ও সি ০ দশমিক ৮ শতাংশ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এদেশে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের প্রধান কারণ এই ভাইরাস দুটি। এ রোগের কারণে আমাদের দেশে প্রতিবছর প্রায় ৫ লক্ষ লোক মৃত্যুবরণ করেন। আর হেপাটাইটিস বি’র চিকিৎসায় প্রতিবছর যে অর্থ ব্যয় হয় তা দিয়ে প্রতি ৫ বছরে একটি পদ্মা সেতু বানানো সম্ভব।
গোল টেবিল বৈঠকটি সঞ্চালনা করেন ডা. ফয়েজ আহমদ খন্দকার ও ডা. আহমেদ লুৎফুল মুবিন এবং এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সেলিমুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান। সম্পাদনা : পরাগ মাঝি