• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

জরিমানা না দিলেও ট্যানারি স্থানান্তরে তৎপর মালিকরা

প্রকাশের সময় : July 29, 2016, 1:14 am

আপডেট সময় : July 29, 2016 at 1:14 am

কালাম আজাদ : কেটে গেছে ১৩ বছর। ফলাফল শুধুই আলোচনা। ট্যানারি স্থানান্তর নিয়ে এই যখন অবস্থা, তখন আদালতের রায় কিছুটা হলেও প্রভাবিত করেছে কারখানা মালিকদের। ফলে রায়ের মাত্র ১০ দিনের ব্যবধানেই সরেছে চারটি কারখানা। আগামী এক মাসের মধ্যে আরও ৪৫টি কারখানা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের বিষয়ে গত ১৮ জুলাই আদালতের রায়ের পর থেকে নড়েচড়ে বসেছেন কারখানা মালিকরা। এরই অংশ হিসাবে ইতোমধ্যে ৩৪টি কারখানা গ্যাস-বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা চেয়ে আবেদন করেছে। তবে আদালতের রায় অনুযায়ী, এখন পর্যন্ত জরিমানার অর্থ প্রদান করেননি কোনো মালিক। অথচ জরিমানার অর্থ জমার সুবিধার্থে ইতোমধ্যে খোলা হয়েছে একটি ব্যাংক হিসাব। সরকারের পক্ষ থেকেও ঠিক করা হয়েছে তদারককারী।
এ ব্যাপারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, আদালতের রায় অনুযায়ী স্থানান্তরিত না হওয়া কারখানা মালিকদের প্রতিদিন এক হাজার টাকা করে জরিমানা প্রদান করার কথা। সে হিসাবে, এক মাসে একটি কারখানাকে দিতে হবে ৩ লাখ টাকা। তিনি জানান, এখন পর্যন্ত কোনো কারখানা মালিক জরিমানার অর্থ প্রদান করেননি। সম্পাদনা : এম আলম

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)