আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সেনাবাহিনীর উচ্চপদস্থ ২ সেনা কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তাৎক্ষণিক তাদের অব্যাহতির কারণ জানা যায়নি। বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বাংলানিউজ
এর আগে বুধবার (২৭ জুলাই) দেশটির সেনাবাহিনীর প্রায় এক হাজার ৭০০ সেনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেশটির প্রশাসন। এরই একদিন পর এ ঘটনা ঘটলো। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেওয়া দুই সেনা কর্মকর্তা দেশটির ল্যান্ড ফোর্সের উচ্চপর্যায়ে কর্মরত ছিলেন। বুধবার ১৪৯ জন জেনারেল এবং অ্যাডমিরালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর দেশটিতে দমন-পীড়ন চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। সেনা অভ্যুত্থান ঘটনার পর থেকে এ পর্যন্ত সেনাসহ কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বিচারকসহ সাধারণ নাগরিকও। সম্পাদনা : ইমরুল শাহেদ