মাহমুদুল আলম : গত বুধবার দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন সমাপ্ত হয়েছে। গত ২ জুন এই অধিবেশনেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটের উপর সরকারি ও বিরোধী দলসহ অন্যান্য দলের ২৪৬ জন সংসদ সদস্য ৬০ ঘণ্টা ৫০ মিনিট আলোচনা শেষে গত ৩০ জুন তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাস হয়।
বর্তমান সরকারের তৃতীয় এই বাজেট অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। অধিবেশনে ২৭টি সরকারি বিল পাওয়া যায়, এর মধ্যে ১৬টি বিল পাস হয়েছে। এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৯৪টি নোটিস পাওয়া যায়। এর মধ্যে ১২টি নোটিস গৃহীত হয়, গৃহীত নোটিসের মধ্যে দুটির উপর আলোচনা হয়। এছাড়াও ৭১ (ক) বিধিতে দু’মিনিট করে আলোচিত নোটিস ছিল ৫৬টি। সম্পাদনা : পরাগ মাঝি