নাশরাত আর্শিয়ানা চৌধুরী : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বাংলাদেশ এখনো বিশ্বের অন্যতম নিরাপদ একটি দেশ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলিজিয়ামের মতো উন্নত দেশগুলোর আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে জঙ্গি সন্ত্রাসীরা একের পর এক আক্রমণ চালাচ্ছে। সে ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনী সাফল্যের সাথে জঙ্গিদের অশুভ তৎপরতা নস্যাৎ করে দিচ্ছে।
তিনি গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০১৬ এ জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন। কেবিনেট সচিব সফিউল আলমের সভাপতিত্বে বিকেলের অধিবেশনে আরও বক্তৃতা করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার। সম্পাদনা : সুমন ইসলাম