নাজনীন পলাশী : সিঙ্গাপুরের যেসব নাগরিক বাংলাদেশে থাকেন বা বাংলাদেশে ভ্রমণে এসেছেন সেসব নাগরিক নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সবধরনের সতর্কতা অবলম্বন করার জন্য জোর পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমএফএ’র)। খবর চ্যানেল নিউজ এশিয়ার
এমএফএ’র ওয়েব সাইটে একটি ট্রাভেল নোটিসে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যমগুলো পর্যবেক্ষণ করে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের সতর্কতা অবলম্বন করা উচিত। এবং নোটিসে ‘সিঙ্গাপুরের নাগরিকদের ভিড়, জনসমাবেশ এবং যেসব স্থানে বিদেশিরা সচরাচর গিয়ে থাকেন সেসব স্থান এড়িয়ে চলার জন্য বলা হয়েছে । পহেলা জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি ঘটনার পর এই নোটিসটি প্রকাশ করা হল।
যেকোনো জরুরি অবস্থায় এমএফএ’র ওয়েব সাইটে নিবন্ধন করার জন্য তাদের নাগরিকদের উৎসাহিত করা হয়েছে। এবং বাংলাদেশে সিঙ্গাপুর কনস্যুলার বা এমএফএ’র কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ